উপাধ্যক্ষ মহোদয়

একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার কোন বিকল্প হতে পারে না। জীবনকে মহিমান্বিত ও আলোকিত করেছে আদর্শ শিক্ষাই। শিক্ষার মান অর্জনের মাধ্যমে মানব সভ্যতাকে নিয়ে এসেছে আজ দুর্গম পাহাড়ের চূড়ায়। প্রকৃত পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানই একমাত্র মাধ্যম যার মধ্য দিয়ে নিবিড় পল্লী অঞ্চল থেকে আধুনিক শহর পর্যন্ত সকল জনগোষ্ঠীকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে। চুনারুঘাট সরকারি কলেজ জ্ঞান অর্জন,  শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এক অবিরত প্রচেষ্টার এক উদাহরণ। ধূমপানমুক্ত এ প্রতিষ্ঠানটি শিক্ষা ও সম্পূরক কার্যক্রমে যথেষ্ট সুনাম ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। একটি সুন্দর পরিবেশের কলেজ হিসেবে সুনাম অর্জন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকাই প্রধান। আর এক্ষেত্রে চুনারুঘাট সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে এ প্রত্যাশা করছি।